আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ- সর্বশ্রেষ্ঠ জাতি মুসলিম উম্মাহ। এ জাতি শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতির স্বকীয়তা হারিয়েছে অনেক আগেই। ভেঙ্গে চুরমার হয়েছে ঈমানী-আখলাকী বুনিয়াদ। বৃটিশোত্তর ভারতীয় উপমহাদেশ তার জলন্ত স্বাক্ষী। বহুমুখি সঙ্কটে নিপতিত হয় ইসলামের লালনভূমি বাংলাদেশ। ক্রমেই হারাতে থাকে ইসলামী মূল্যবোধ ও ঐতিহ্য। হুমকির মুখে পড়ে মুসলিম উম্মাহর নতুন প্রজন্ম।
এ পটভূমিতে ১৯৯৭ সাল থেকে শিক্ষা ও উন্নয়নের ধারাবাহিক পথচলায় যুক্ত হয় ইলমুন নুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা। ইসলাম ও সাধারণ শিক্ষার সমন্বয়ে বাস্তবমুখী শিক্ষা মিশনে প্রতিষ্ঠানটি অগ্রণী ভূমিকা পালন করে আসছে। প্রাক-প্রাথমিক থেকে দাখিল শ্রেণি পর্যন্ত পাঠদান শুরু হয়। শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও ইসলামী মূল্যবোধে সমৃদ্ধ করার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
মাদ্রাসার শিক্ষার্থীরা কেবল পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ নয়। ইলমে ক্বিরাআত, আরবী ভাষা শিক্ষা, এবং সহ-পাঠ কার্যক্রম তাদের যোগ্য ও দায়ী ইলাল্লাহ হিসেবে গড়ে তুলছে। নিয়মিত ক্লাস, মাসিক পরীক্ষা, এবং সেমিস্টার মূল্যায়ন শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে রাখছে কার্যকর ভূমিকা। ইলমুন নুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা জাতীয় পর্যায়ে স্বীকৃত একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
২০১২ সালে, শিক্ষার্থীদের চাহিদা বিবেচনা করে প্রতিষ্ঠিত হয় বালিকা শাখা। এখানে ছাত্রীরা প্রাথমিক থেকে দাখিল শ্রেণি পর্যন্ত পাঠ্যক্রমে যুক্ত হয়েছে। ইলমে ক্বিরাআত এবং আরবী ভাষার দক্ষতায় বালিকা শাখার শিক্ষার্থীরাও জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করেছে।
দীর্ঘ পথচলায়, ইলমুন নুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার লক্ষ্য শিক্ষার্থীদের দীনদার, দেশপ্রেমিক এবং সমাজের জন্য সৎ নাগরিক হিসেবে গড়ে তোলা। শিক্ষকের আন্তরিকতা, অভিভাবকদের দোয়া, এবং শিক্ষার্থীদের পরিশ্রমে মাদ্রাসাটি একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। আল্লাহ তা‘আলার অশেষ রহমতে, মাদ্রাসাটি আগামী দিনে আরও উন্নতির পথে এগিয়ে যাবে।
আল্লাহ তা‘আলা আমাদের সকল সীমাবদ্ধতা মাড়িয়ে সীরাতে মুস্তাকীমের উপর অটল থাকার তাওফীক দিন। আমীন!